কুমিল্লার চান্দিনা উপজেলায় ২১ মাদক মামলার আসামি মঙ্গল মিয়া (৫২) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি এলজি, দুই রাউন্ড গুলি, ৫০০ পিস ইয়াবা ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
 
রোববার (১৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার তীরচর এলাকায় ঘটনা ঘটে। মঙ্গল চান্দিনা উপজেলার সুহিলপুর গ্রামের বাবর আলীর ছেলে।
 
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল জানান, উপজেলার তীরচর গ্রামের একটি বাগানে মাদক বেচাকেনার জন্য জড়ো হয়েছেন মাদক ব্যবসায়ীরা এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধারের জন্য পুলিশ সেখানে পৌঁছায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে আত্মরক্ষার্থে পুলিশও ১২ রাউন্ড গুলি ছুড়ে।
 
এ সময় ‘বন্দুকযুদ্ধে’ আহত হন মাদক ব্যবসায়ী মঙ্গল। পরে আহত অবস্থায় মঙ্গলকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চান্দিনাসহ জেলার বিভিন্ন থানায় ২১টি মামলা রয়েছে বলেও জানান ওসি ফয়সল।
 
সূত্রঃ বাংলানিউজ

মন্তব্য করুন