চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহতের কথা জানিয়েছে পুলিশ। মুক্তারপুর গ্রামের নলডাঙ্গা মাঠে বৃহস্পতিবার (৩ জানুয়ারী) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল বারেক (৪০) শীর্ষ মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে পুলিশ। তিনি দামুড়হুদার কার্পাসডাঙ্গা গ্রামের মিশনপাড়ার মৃত আব্দুল গনির ছেলে।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাসের ভাষ্য, আব্দুল বারেক দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। মাদকবিরোধী অভিযান চালিয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে পুলিশ তাকে আটক করে। তাকে থানায় নিয়ে আসার পথে মুক্তারপুর গ্রামের কাছে পৌঁছালে সেখানে এক ভুট্টাক্ষেতে আগে থেকে ওৎ পেতে থাকা বারেকের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়।
পালিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীদের গুলিতে আব্দুল বারেক আহত হন। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ২ রাউন্ড গুলি, দুটি রামদা, একবস্তা ফেনসিডিল উদ্ধার করার কথা জানিয়ে পুলিশের ওই কর্মকর্তা বলেন, ‘বন্দুকযুদ্ধে তাদের চার সদস্যও আহত হয়েছেন।’
ওসি আরও জানান, নিহত আব্দুল বারেক দামুড়হুদা থানার শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে দামুড়হুদা থানাসহ বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে।
সূত্র: bdnews24