নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুয়ার আসরে পুলিশের অভিযান টের পেয়ে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে পেটে লোহার রড ঢুকে খলিলুর রহমান (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

 

সোমবার (১০ আগস্ট) মাধ্যরাতে উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ১১ আগস্ট মঙ্গলবার নিহতের বড়ভাই আব্দুল বাতেন মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

নিহত খলিলুরের বাড়ি উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদী বাজার এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে দাউদপুরের বেলদী এলাকার কফিলউদ্দিন সুপার মার্কেটের একটি ভবনে জুয়ার আসরে অভিযান চালায় পুলিশ। এতে নেতৃত্ব দেন ভোলাব তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান। এ সময় জুয়ার সরঞ্জাম ও নগদ অর্থসহ তিন জনকে আটক করে পুলিশ।

নিহত খলিলুর রহমান পুলিশ দেখে এক তলা বাড়ির ছাদ থেকে লাফ দেয়। পড়ে গিয়ে তার পেটে লোহার রড ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

ঢাকা ট্রিবিউন

মন্তব্য করুন