সারাদেশে সংখ্যালঘুদের উপর হামলা অব্যাহত রয়েছে। ছাত্রদল ক্যাডারদের হাতে আবারো নাটোরে এক সংখ্যালঘু নারী ধর্ষিত হয়েছে। মির্জাপুরে পূজামণ্ডপ ভাংচুর করা হয়েছে। এছাড়া লালপুরে ২০টি সংখ্যালঘুর বাড়িতে হামলা হয়েছে। এ সময় আহত হয়েছে ২০ জন। ভোলায় এক সংখ্যালঘুর দোকানে অগ্নিসংযোগ, লুটপাট করা হয়েছে। নাটোর সংবাদদাতা জানান, গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে বাগাতিপাড়া উপজেলার পাচুরিয়া গ্রামে স্টিফান মারান্ডির স্ত্রীকে ধর্ষণ করেছে ছাত্রদলের সদস্য ফরিদ ও অন্য একজন। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে। মির্জাপুর সংবাদদাতা জানান, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল হিসেবে পরিচিত চামারী, ফতেপুর গ্রামে বৃহস্পতিবার রাতে একদল সন্ত্রাসী সংখ্যালঘু গনেশ বসাকের বাড়িতে হামলা চালায় এবং পূজামণ্ডপ ভাংচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, নির্বাচন সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে এলাকায় একদল সন্ত্রাসী গনেশের বাড়িতে ঢুকে পূজামণ্ডপ ভাংচুর করে। এ ব্যাপারে মির্জাপুর থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার জানায়, উক্ত গ্রামের একটি বাড়িতে পূজামণ্ডপ ভাংচুর হয়েছে বলে তারা শুনেছেন।

সংবাদ, ২০ অক্টোবর ২০০১

মন্তব্য করুন