দেশব্যাপী সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্মিলিত সাংস্কৃতিক জোট এক ‘প্রতীক অনশন’ পালন করে। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত অনশনে সাংস্কৃতিক জোটের শতাধিক নেতাকর্মী ছাড়াও শিক্ষক ও কয়েকটি প্রগতিশীল ছাত্রসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। অনশন চলাকালে ২জন ছাত্র অসুস্থ হয়ে পড়ে। এদিকে সকাল সাড়ে দশটায় একই ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের বটতলা সংগঠনের উদ্যেগে এক মৌন মিছিল বের হয়। ফোকলোর বিভাগের প্রভাষক সুস্মিতা চক্রবর্তীর নেতৃত্বে মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে ফোকলোর চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

দৈনিক জনকন্ঠ, ১৯ অক্টোবর ২০০১

মন্তব্য করুন