জামালপুরের বকশিগঞ্জ, নাটোরের নলডাঙ্গা ও নরসিংদীর রায়পুরায় গত রোববার ও সোমবার গভীর রাতে সন্ত্রাসীরা প্রতিমা ভাংচুর করেছে। জামালপুর শহরের হরিজন পাড়ায় গত মঙ্গলবার তিন সন্ত্রাসী চাঁদা না পেয়ে সংখ্যালঘুদের এক ব ̈ক্তিকে কুপিয়ে জখম করে। জামালপুর প্রতিনিধি জানান, জামালপুরের বকশিগঞ্জ উপজেলার বাগরচর ইউনিয়নের দাসপাড়ার জেলেবাড়িতে গত সোমবার রাত দেড়টায় একদল সন্ত্রাসী দুর্গা পূজার দুটি প্রতিমা ভাংচুর করেছে। স্থানীয় ক্ষুদিরামের বাড়ির সামনে কালীমন্দির চত্বরে প্রতিমা দুুটি তৈরি করা হয়েছিল। এদিকে গতকাল বেলা ৩টার দিকে জামালপুর শহরের হরিজনপাড়ায় সাগর, রাসেল ও সৈকত নামে তিন সশস্ত্র যুবক মনোহর নামের এক ব্যক্তির কাছে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে, অন্যথায় পূজা করতে দেওয়া হবে না বলে হুমকি দেয়। এক পর্যায়ে তারা মনোহরকে কুপিয়ে পালিয়ে যায়। তাকে আশঙ্কাজনক অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাটোর প্রতিনিধি পুলিশ সূত্রে জানান, সন্ত্রাসীরা গত সোমবার দিবাগত গভীর রাতে নলডাঙ্গার পূর্ব মাধবনগর গ্রামে নিবারণ চন্দ্রের বাড়িতে নির্মাণাধীন পূজামণ্ডপটি ভেঙে তছনছ করে দেয়। পূজামণ্ডপটি ভেঙে দেয়ার পর থেকে স্থানীয় সংখ্যালঘুদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার আশ্বাস দেয়া সত্বেও আসন্ন দুর্গাপূজা উৎসব নিয়ে তাদের মধ্যেআশঙ্কা কাটছে না। ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, নরসিংদীর রায়পুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিচকান্দি বাজারে গত রোববার গভীর রাতে কে বা কারা দুর্গা পূজার প্রতিমা ভাঙচুর করেছে। একই সময় মণ্ডপে নির্মাণাধীন স্বরস্বতী, কার্তিক, লক্ষী ও গণেশ মূর্তিরও ব্যাপক ক্ষতি সাধন করে। ময়মনসিংহ অফিস জানায়, গত রোববার মধ্যরাতে একদল দুস্কৃতকারী ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভা এলাকার ধামদী গ্রামের শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরের নয়টি প্রতিমা ভাঙচুর করেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে নির্দিষ্টভাবে তা জানা যায়নি। মন্দির কমিটির সভাপতি মিহির চন্দ এ ঘটনাকে দুঃখজনক বলে জানিয়ে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

প্রথম আলো, ১৮ অক্টোবর ২০০১

মন্তব্য করুন