মাগুরা থেকে নিজস্ব সংবাদদাতা জানান, রবিবার ভোর রাতে মাগুরার জালিয়াভিটা গ্রামে ৭/৮ সন্ত্রাসী সংখ্যালঘু গৃহকর্ত্রীর স্কুলপড়ুয়া মেয়ে (১৫) কে না পেয়ে গৃহকর্ত্রী বেলতা রানীর (৪৫) হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে তার হাতটি কেটে ঝুলতে থাকে। তাঁকে মুমূর্ষু অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বেলতা রানী জানান, ৭/৮ সন্ত্রাসী প্রথমে তাঁর বাড়িতে ঢুকে বারান্দায় ঘুমিয়ে থাকা দেবরকে গাছের সাথে বেঁধে রাখে। সন্ত্রাসীরা মেয়েকে না পেয়ে ক্ষিপ্ত হয়ে তার ওপর আক্রমণ চালায়। তিনি আরও জানান, গত ২ দিন পূর্বে মেয়েকে তিনি ভগ্নিপতির বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন।

দৈনিক জনকণ্ঠ, ২০ মে ২০০২

মন্তব্য করুন