দেশের বিভিন্ন স্থানে নির্বাচনপরবর্তী সহিংসতার মধ্যে মঙ্গলবার গভীর রাতে রাজশাহীর পুঠিয়া জেলায় একটি মন্দির ভাংচুর ও লুটপাট হয়েছে। মাগুরায় সংখ্যালঘু অধ্যুষিত পল্লিতে সন্ত্রাসী হামলা ও দুই যুবতী অপহরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাধা দিতে গিয়ে আহত হয়েছে ৪ জন। ফরিদপুরে নগরকান্দায় সংখ্যালঘু ও আওয়ামী লীগ নেতা কর্মীদের ওপর হামলা, বাড়িঘর ভাংচুর এবং লুটপাটের ঘটনা অব্যাহত রয়েছে। রাজশাহী থেকে সংবাদদাতা জানান, মহানগর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে মঙ্গলবার রাতে যখন সন্ত্রাসীরা শীলমারিয়া কালিমন্দিরে তান্ডব চালায় তখনই খবর চলে যায় স্থানীয় সংখ্যালঘুদের কানে। তারা আতঙ্কে সেদিকে আর যেতে সাহস পায়নি। এদিকে গত রবিবার রাতে জেলার গোদাগাড়ী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে সহড়াপাড়ায় প্রভাস কুমার ঘোষের বাড়িতে চড়াও হয় একদল দুর্বৃত্ত। তারা ধারাল অস্ত্রের মুখে গৃহকর্তাকে বেঁধে ফেলে মারধোর এবং মহিলাদের লাঞ্ছিত করে নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। মাগুরা থেকে নিজস্ব সংবাদদাতা জানান, মঙ্গলবার রাতে জেলার শ্রীপুর উপজেলার নহাটার সংখ্যালঘু অধ্যুষিত পাল পাড়ায় একদল সন্ত্রাসী হামলা চালায়। সন্ত্রাসীরা এই সময় কলেজ ছাত্রী রত্না (১৮) এবং ৯ম শ্রেনীর স্কুল ছাত্রী চায়নাকে (১৫) অপহরন করে নিয়ে যায়। এই সময় বাধা দিতে গিয়ে নিখিল চন্দ্র (৪৫), সুনীলা (৩০), নিপা রানী (৩২), গোবিন্দ (৪০) গুরুতর আহত হয়েছে। তাদের মাগুরা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসীরা অপহৃত দুই যুবতীকে বুধবার ভোরে উক্ত এলাকায় রেখে যায়। শ্রীপুর থানা পুলিশ জানায়, তদন্ত চলছে, এখনও কোন মামলা হয়নি। পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গেছে। আহত ৪ জনই উক্ত অপহৃত ২ যুবতীর মা ও বাবা। পুলিশ আরও জানায়,অপহৃতদের উদ্ধার করা হয়েছে।

দৈনিক জনকন্ঠ, ১১ অক্টোবর ২০০১

মন্তব্য করুন