শাহরিয়ার কবিরের গ্রেফতারের প্রতিবাদে শনিবার অস্ট্রেলিয়ায় বিক্ষোভ হয়েছে। সকালে সিডনির ম্যাট্রাভিল পাবলিক স্কুল অডিটরিয়ামে অস্ট্রেলিয়াবাসী মুক্তিযুদ্ধের স্বপক্ষের বাঙালীরা এ বিক্ষোভে শরিক হন। তাঁরা মানবাধিকার লঙ্ঘন, রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাস, সংখ্যালঘু নির্যাতন ও শাহরিয়ার কবিরের গ্রেফতারের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিবাদ জানান। অস্ট্রেলিয়ায় বাংলা সংবাদপত্র “সোনার বাংলা” এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। দেশে সাম্প্রতিক নৈরাজ্য এবং ধর্মনিরপেক্ষ শক্তির ওপর বর্তমান সরকারের সুপরিকল্পিত নির্যাতন-নিপীড়ন মোকাবিলার জন্য একটি অভিন্ন কৌশল গ্রহণ এবং ঐক্য জোরদারে সঙ্কল্পবদ্ধ মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তি, সাংবাদিক, লেখক ও স্থানীয় গন্যমান্যদের এক কাতারে শামিল করতে আয়োজন করা হয়েছে এ সমাবেশের। “সোনার বাংলা”র পক্ষ থেকে অনুষ্ঠানের সূচনা করেন শেখ শামীম । এর পর মূল প্রবন্ধ পাঠ করেন সাংবাদিক অজয় দাশগুপ্ত। তিনি শাহরিয়ার কবিরকে স্বাধীনতা ও অসাম্প্রদায়িক শক্তির প্রতীক হিসাবে অভিহিত করেন। প্রদ্যুত সিং চুন্নুর উপস্থাপনায় এতে সভাপতিত্ব করেন ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির প্রফেসর ড. আবদুর রাজ্জাক। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন শীর্ষক মূল্যবান বিশ্লেষণ তুলে ধরেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও ম্যাকয়ারি ইউনিভার্সিটির প্রফেসর ড. রফিকুল ইসলাম।

দৈনিক জনকণ্ঠ, ৯ ডিসেম্বর ২০০১

মন্তব্য করুন