রাজধানীর স্বামীবাগ আশ্রমে প্রার্থনা সঙ্গীত চলাকালে বোমা পড়েছে। বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হলেও এতে কেউ আহত হয়নি। এ নিয়ে আশ্রমে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশ্রমের সেবাইত জানান, প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যায় স্বামীবাগ আশ্রমে কীর্তন চলছিল। হঠাৎ বাইরে থেকে একটি বোমা এসে পড়ে আশ্রমের ভিতরে। বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হয়। এতে কেউ হতাহত হয়নি। তবে বোমা বিস্ফোরণের কারণে কীর্তন বন্ধ হয়ে যায়। আশ্রমের লোকজন বলেছে, অল্পের জন্য সেখানে দায়িত্বরত কর্মচারীরা রক্ষা পায়। কারা এই বোমা ফেলেছে তা কেউ বলতে পারেনি। ঘটনার পর পুলিশ এসে সব দেখে চলে যায়।

দৈনিক জনকন্ঠ, ৯ ডিসেম্বর ২০০১

মন্তব্য করুন