ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আরআইএম আমিনুর রশীদ ও সাধারণ সম্পাদক শরীফউল্লাহ ভূঁইয়া শনিবার এক বিবৃতিতে নির্বাচনোত্তর সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে তারা বলেন, একটি চিহ্নিত মহলের উদ্দ্যেশ্যমূলক সন্ত্রাস ও নিপীড়নের কারণে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা হুমকির সম্মুখীন হতে পারে বিধায় সকল শান্তিপ্রিয় ও গণতন্ত্রমনা মানুষ এতে ভীষণভাবে শংকিত। তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্যকেন্দ্রসহ সর্বত্র চলছে দখল ও আধিপত্য প্রতিষ্ঠার এক ঘৃণ্য তৎপরতা। এ নৈরাজ্যকর পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পালন করছে রহস্যজনক নীরব দর্শকের ভূমিকা। নেতৃত্ববৃন্দ ক্ষমতাসীন সরকারের কাছে অবিলম্বে এ পরিস্থিতি থেকে দেশকে পরিত্রাণ দেবার উদ্দেশে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য দাবি এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহ্বান জানান।

দৈনিক মুক্তকন্ঠ, ১৪ অক্টোবর ২০০১

মন্তব্য করুন