খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নে হিন্দু সম্প্রদায় আয়োজিত শিবপূজাসহ পাঁচ দিনব্যাপী শান্তি মেলা জেলা ও পুলিশ প্রশাসনের বাধার মুখে পণ্ড হয়ে গেছে। মেলার আয়োজকরা একটি চরমপন্থী গ্রুপের সদস্য এই অভিযোগে মেলা বাতিল করে দেওয়া হয়েছে বলে খুলনা পুলিশ সুপার মোশাররফ হোসেন গতকাল বুধবার প্রথম আলোকে জানিয়েছেন। এদিকে খুলনার এই পুলিশ কর্মকর্তাই মেলাকে ঘিরে ব্যাপক চাঁদাবাজির আশঙ্কায় মেলার অনুমতি দেওয়া হয়নি বলে গত মঙ্গলবার রাতে বিবিসিকে বলেন। পুলিশ পূজা ও মেলার আয়োজকদের কয়েকজনকে মারধর এবং একজন কলেজ শিক্ষককে গ্রেপ্তার করে। এসব ঘটনার ছবি তুলতে গেলে পুলিশ প্রথম আলোর ফটো সাংবাদিক বাপ্পি খান ও দৈনিক তথ্যের ফটো সাংবাদিক আবদুল মালেককে লাঞ্ছিত করে। এ ঘটনায় খুলনার হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

প্রথম আলো, ১৬ মে ২০০২

মন্তব্য করুন