রাঙামাটির সাজেক ইউনিয়নের বাঘাইহাট হাজাছড়া এলাকায় পাহাড়ি গ্রামবাসীদের সৃজিত ফলজ-বনজ বাগান কেটে দিয়ে বিজিবি ক্যাম্প স্থাপন করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

জানা যায়,  ৪ অক্টোবর ২০২১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত বিজিবি সদস্যরা ১০/১২ জন শ্রমিক নিয়ে হাজাছড়া গ্রামের বাসিন্দা প্রিয় কুমার চাকমা ও কল্প জ্যোতি চাকমা নামে দুই গ্রামবাসীর সৃজিত কলা বাগান, আম বাগানসহ বনজ বাগান কেটে দিয়ে ক্যাম্প স্থাপনের জন্য জায়গা প্রস্তুত করার কাজ করছে। জঙ্গল কাটার পর পরই সেখানে লাল পতাকা টাঙিয়ে চিহ্ন দেওয়া হচ্ছে।

এলাকাবাসী ও বাগান মালিকদের সাথে কোন প্রকার আলাপ-আলোচনা ছাড়াই জোরপূর্বকভাবেই বিজিবি এ কাজটি করছে বলে অভিযোগ করেছেন এলাকার জনসাধারণ ও ক্ষতিগ্রস্তরা।

ক্ষতিগ্রস্ত বাগান মালিক কল্প জ্যোতি চাকমা জানান, তিনি বিজিবি সদস্যদের কাছ থেকে ফলজ-বনজ বাগান কেটে দেয়ার কারণ জানতে চাইলে বিজিবি সদস্যরা তাকে ‘এটি সরকারি জায়গা’ বলে সাফ জানিয়ে দিয়েছেন।

এদিকে, ফলজ বাগান কেটে দিয়ে বিজিবি ক্যাম্প স্থাপনের বিষয়ে স্থানীয় এলাকাবাসী অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে সেখানে বিজিবি ক্যাম্প স্থাপনের কাজ বন্ধ করা ও ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

সিএইচটি নিউজ

মন্তব্য করুন