শহরের বালুচর এলাকার আদিবাসী সম্বরা উরাং প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। প্রভাবশালী সন্ত্রাসী চক্র বলপূর্বক সাদা কাগজে তার সবাক্ষর আদায় করে নিয়েছে। জমি আত্মসাতের জন্য সন্ত্রাসীরা তাকে প্রাণে মেরে ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা যায় প্রভাবশালী চক্র ইতোপূর্বে জালিয়াতির মাধ্যমে সম্বরা উরাং-এর প্রচুর ভূমি আত্মসাত করে। বর্তমানে শেষ সম্বলটুকু নামমাত্র মূল্যে বিক্রি করে দেয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। সম্বরা উরাং এতে সম্মত হয়নি। এক পর্যায়ে রবিবার বিকালে সন্ত্রাসীরা সম্বরা উরাংকে অপহরণ করে নিয়ে যায়। কাগজে তার সবাক্ষর রেখে মারধর করে কাউকে না বলার জন্য শাসিয়ে দেয়। সম্বরা উরাংয়ের পরিবারের মধ্যে আতঙ্ক দেখা দেয়। প্রাণভয়ে ৭ জনকে আসামী করে মামলা দায়ের করা হলেও সম্বরা উরাংয়ের পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছে।

দৈনিক জনকণ্ঠ, ৯ মার্চ ২০০২

মন্তব্য করুন