গভীর রাতে অস্ত্রধারী কিছু সন্ত্রাসী ১৫টি সংখ্যালঘু পরিবারের লোকদের ঘরে তালাবদ্ধ করে ভোট দিতে না যাওয়ার জন্য শাসিয়ে যায়। রাতের এই ঘটনায় হিন্দু মহল্লার মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। পুলিশ সোমবার সকালে এলাকায় গিয়ে ঘরের তালা ভেঙ্গে দিয়ে আসে। সংখ্যালঘুরা সোমবার মিছিল সহকারে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। জানা যায়, পৌরসভার ১৩ নং ওয়ার্ডের আওতাধীন পথ্যপাড়া এলাকায় ৬৮৭ জন হিন্দু ভোটার রয়েছে। রবিবার রাত আড়াইটায় ১৫/১৬ জনের অস্ত্রধারী যুবক পথ্যপাড়ায় প্রবেশ করে সংখ্যালঘুদের ১৫টি ঘরে তালা ঝুলিয়ে সোমবার ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য শাসিয়ে
যায়। এই এলাকাটি সিলেট-১ আসনের অন্তর্ভূক্ত। পথ্যপাড়ার সংখ্যালঘু ভোটাররা স্থানীয় জহির তাহির উচ্চবিদ্যালয় কেন্দ্রে সোমবার সকালে একত্রিত হয়ে মিছিল সহকারে ভোটাধিকার প্রয়োগ করতে যায়। এই ঘটনা নিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সন্ত্রাসীরা একই এলাকার লোক বলে অভিযোগে জানা যায়।

দৈনিক জনকন্ঠ, ২ অক্টোবর ২০০১
কৃতজ্ঞতা: শ্বেতপত্র-বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ১৫০০ দিন

মন্তব্য করুন