২০১৯ - চলমান
বাংলাদেশে রাষ্ট্র এবং নাগরিক আচরণে বিশেষ ফারাক নেই। সম্ভবত সব দেশের ক্ষেত্রেই একরকম। নাগরিক যেমন হত্যা নির্যাতনে নিজের স্বার্থ রক্ষা করে, রাষ্ট্রও তেমনই। কখনো সন্ত্রাস দমনের নামে, কখনো মাদক নির্মূলের নামে, আবার কখনো দুই পয়সা বাড়তি কামাইয়ের নামে আইনশৃঙ্খলা বাহিনী মানুষ হত্যা করে থাকে। এসব হত্যার নাম দেয়া হয় ক্রসফায়ার, এনকাউন্টার, বন্দুকযুদ্ধ। প্রায় প্রতিটি ঘটনায় তারা একজন জীবিত মানুষকে নিয়ে গভীর রাতে বেরিয়ে যায় এবং একজন মৃত মানুষ নিয়ে ফিরে আসে। দেশের সংবিধান, আইন, আদালতকে অবজ্ঞা করে পুলিশ কিংবা RAB নিজেই বিচারক ও রায় কার্যকরকারীর ভূমিকায় অবতীর্ণ হয়। এমনকি তাদের এই ভূমিকার পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীকেও সাফাই গাইতে দেখা যায়। আমরা এসব হত্যা ও সাফাইগুলো এখানে লিখে রাখছি। যেন বছর শেষে অনাচারের সংখ্যা দেখে আপনি কিছুটা বিচলিত হতে পারেন।
টাইমলাইন প্রস্তুত করেছেন - আঁধারের যাত্রী