১৯৮৯ - চলমান
১৯৮৯ সালে হঠাৎ জানা যায় বাংলাদেশের বুকে বিশাল এলাকা নিয়ে জঙ্গিদের ঘাটি! কী নেই সেখানে? পরিখা, প্রশিক্ষণ কেন্দ্র, গোলাবারুদের গুদাম, আবাসন, সবকিছু। সেই থেকে শুরু। রাজনৈতিক দলগুলোর আশ্রয় প্রশ্রয়ে সেই হঠাৎ খুঁজে পাওয়া জঙ্গিবাদই আজ বাংলাদেশের বড় সমস্যাগুলোর একটি। আমরা চেষ্টা করেছি দেশে জঙ্গি তৎপরতার সবগুলো ঘটনা সময়ানুযায়ী তুলে ধরতে।
টাইমলাইন প্রস্তুত করেছেন
সুব্রত শুভ, আঁধারের যাত্রী ও মহিউদ্দিন শরীফ