কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে মো. নুরুল ইসলাম (৩০) নামের সন্দেহভাজন এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোররাত চারটার দিকে উপজেলার টেকনাফ পৌরসভার খানকার ডেইল গ্রামে এ ঘটনা ঘটে।

বিজিবির দাবি, মো. নুরুল ইসলাম উপজেলার টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ইয়াবা ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে সাত হাজার ইয়াবা, দুটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে। তবে নিহত ব্যক্তির পরিবারের দাবি, নুরুল ইসলাম ইয়াবা ব্যবসায়ী নন। তিনি একজন রিকশাচালক। রিকশা চালিয়ে তিনি তাঁর সংসার চালাতেন।

প্রথম আলো

মন্তব্য করুন