জেলায় বাউফলের দাশপাড়া গ্রামের সাহাপাড়ার ঠাকুরবাড়ী দুর্গা মন্দিরে গত বুধবার গভীর রাতে কে বা কারা আসন্ন দুর্গা পূজার জন্য নির্মিত ঐ মন্দিরের ৮টি মুর্তি ভেঙ্গে ফেলেছে। পরদিন সকালে তারা মুর্তিগুলো ভাঙ্গা অবস্থায় দেখতে পান। তারা এ ব্যাপারে থানায় মামলা করতে সাহস পাননি বলেও জানান। এদিকে বৃহস্পতিবার বিকালে খবর পেয়ে বাউফল থানায় ও কালাইয়া পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করা হলে তারা ঘটনাটি সম্পূর্ন মিথ্যা ও অপপ্রচার বলে উড়িয়ে দেন। বিষয়টি জেনে উপজেলা নির্বাহী অফিসার ও সদস্য নির্বাচিত সাংসদ শহিদুল আলম তালুকদার গতকাল শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন। বিএনপির সাংসদ সেখানকার হিন্দু সম্প্রদায়ের লোকদের আশ্বস্ত করে ঐ ক্ষয়ক্ষতিতে ক্ষতিপূরন প্রদানের আশ্বাস দিয়েছেন। এ পর্যন্ত গতকাল শুক্রবার সন্ধ্যায় বাউফল থানায় পুনরায় যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা স্বীকার করে বলা হয়, মন্দির কমিটির লোকেরা কেউ মামলা করতে রাজি হয়নি।

ভোরের কাগজ, ৬ অক্টোবর ২০০১

মন্তব্য করুন