জেলার বেগমগঞ্জ থানার ভবভদ্রী গ্রামে একটি পূজামণ্ডপে ঝুলন যাত্রার অনুষ্ঠানে বৃহস্পতিবার রাতে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। বিএনপি দলীয় ক্যাডার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মঈন একজন পুলিশ সোর্সকে গুলি করলে পুলিশের সোর্স ফরহাদ, স্বপন কুমার (৩২), তার কন্যা মায়া (৮) ও আবুল কামালসহ ৪ জন গুলিবিদ্ধ হয়েছে।

আহতদের নোয়াখালী জেলা সদরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পরই ঐ পূজামণ্ডপে ‘ঝুলন যাত্রা’ অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে গতকাল নোয়াখালী সদর থানার শিবপুর ইউনিয়নের ইসলামগঞ্জ বাজারের কাছে স্বপন (৩০) নামে এক চাল ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে কতিপয় সন্ত্রাসী তার ১ লাখ টাকা ছিনিয়ে নেয়।

ভোরের কাগজ, ৪ আগস্ট ২০০১

কৃতজ্ঞতা: শ্বেতপত্র-বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ১৫০০ দিন

মন্তব্য করুন