২০১৯ - চলমান
বাংলাদেশের মাদ্রাসাগুলোয় ছাত্র-ছাত্রীদের প্রতি শারীরিক-মানসিক নির্যাতন ও যৌন নিপীড়নের ভয়াবহ তথ্য সবাই জানে। বিশেষত কওমী মাদ্রাসায় ছাত্র ধর্ষণের বিষয়টি যুগ যুগ ধরে চলে আসছে। বাংলাদেশের সব মুসলমান এই সম্পর্কে অবগত। তবুও তারা তাদের সন্তানদের মাদ্রাসায় পাঠান। নিজের বেহেশত লাভের আশায় তারা অবুঝ শিশুকে ধর্ষকামী হুজুরদের কোলে তুলে দিয়ে আসে। এই নির্মম বাস্তবতা ভয়াবহ মানবিক বিপর্যয়। এর থেকে বেরিয়ে আসা জরুরী। মাদ্রাসাগুলো ধর্ষক উৎপাদনের কারখানা। আজ যে শিশু ধর্ষণ ও নির্যাতনের শিকার হচ্ছে, একদিন বড় হুজুর হয়ে সেও অন্য এক শিশুকে ধর্ষণ-নির্যাতন করবে। এভাবে চলে আসছে। উপরন্তু এসব মাদ্রাসা থেকে দেশের সুন্দর ও সমৃদ্ধির জন্য কিছুই হয় না। যা হয় তা পশ্চাৎপদ জীবনযাপন ও অনাচারের প্রশিক্ষণ।
মাদ্রাসাগুলো বন্ধ করতে হবে। বন্ধ করতে হবে বেহেশতের লোভে সন্তানকে ধর্ষকের হাতে তুলে দেয়া। বুঝতে হবে বিষয়টা কত নির্মম ও অমানবিক। আশাকরি বিষয়টা বুঝতে এই টাইমলাইন আমাদেরকে সাহায্য করবে।
টাইমলাইন প্রস্তুত করেছেন
মহিউদ্দিন শরীফ