Site icon অবিশ্বাস

সড়ক দুর্ঘটনা ও অন্যান্য

২০১৯ - চলমান

প্রতিযোগিতা করে গাড়ি চালানো, ট্রাফিক সিগন্যাল না মানা, চালকের পর্যাপ্ত প্রশিক্ষণ ও দক্ষতা না থাকা, ওভার ব্রিজগুলোর সঠিক ব্যবহার না করা, জেব্রা ক্রসিংয়ের সিগন্যাল সক্রিয় না থাকাসহ অনেক কারণে এসব দুর্ঘটনা ঘটে। কিন্তু সরকার সবসময় যাত্রীদের দোষারোপ করে যায়। অর্থাৎ যে মারা যাচ্ছে, সেই দোষী! চালকদের বেপোরোয়া গাড়ি চালানো, প্রতিযোগিতা করা, পর্যাপ্ত প্রশিক্ষণ ও যোগ্যতা না থাকা নিয়ে সরকারের কোন বক্তব্য নেই। এমনকি তারা যুগোপযোগী আইন প্রণয়নও করতে পারে না। একটি সংঘবদ্ধ চক্রের সামনে মাথা নত করে বসে থাকা ছাড়া সরকারের আর কোন কাজ নেই। আমরা জানি এই টাইমলাইন কেবল কিছু সংখ্যার জন্ম দিবে। তবুও এই সংখ্যা যদি আপনাকে বা আপনার সরকারকে একটু ভয় পাইয়ে দেয়, তাহলে হয়তো বেঁচে যাবে কিছু প্রাণ।

টাইমলাইন প্রস্তুত করেছেন - আঁধারের যাত্রী

10,324ভক্তমত

>> সাম্প্রতিক থেকে পুরোনো <<

অন্যান্য টাইমলাইন

Exit mobile version