২০১৯ - চলমান
রাষ্ট্র যখন যাকে খুশি গ্রেফতার করে। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের নামে অকথ্য নির্যাতন করে। পুলিশি হেফাজতে মানুষ মৃত্যুর ঘটনা অহরহ ঘটে থাকে। আন্দোলন দমনের নামে জনগণের উপর লাঠিচার্জ করে, রাবার বুলেট ছোঁড়ে, গরম পানি নিক্ষেপ করে। মাঝেমাঝে গুলি করে আন্দোলনকারীদের হত্যা করে। বেশিরভাগ ক্ষেত্রে এসব হত্যার কোন বিচার হয় না। রাষ্ট্র তার নিজ অপরাধের বিচারে অপারগ। রাষ্ট্র যেন নাগরিকদের উপর নির্যাতন করতে উন্মুখ থাকে। আমরা রাষ্ট্রের এমন অপরাধের সংখ্যা এখানে লিখে রাখছি। যেন পাঠকের মনে এই প্রশ্নটুকু জাগে, রাষ্ট্রের সাথে তার দূরত্ব কতখানি?
টাইমলাইন প্রস্তুত করেছেন - আঁধারের যাত্রী, মহিউদ্দীন শরীফ
>> সাম্প্রতিক থেকে পুরোনো <<