২০০১ - চলমান
(পুরোনো তথ্য যুক্ত করার কাজ চলছে)বাংলাদেশে অপরাধের বহু মাত্রা, বহু পন্থা। এখানে শুধু ভিন্ন মতালম্বী হওয়ার কারণেও একজন মানুষ তার ঘর, ভিটে, এমনকি প্রাণও হারাতে পারে। সংখ্যাগরিষ্ঠ ধর্মের বাইরে ভিন্ন ধর্মাবলম্বী কিংবা সংখ্যাগরিষ্ঠ বাঙালির বাইরে অবাঙালি জাতিগোষ্ঠীর উপর চলে সাম্প্রদায়িক হামলা ও নির্যাতন। পৃথিবীর প্রায় সবদেশে বিভিন্নরূপে এ ধরণের সাম্প্রদায়িক আচরণের অস্তিত্ব আছে। কিন্তু বাংলাদেশে এরূপ অপরাধের মাত্রা অত্যন্ত বেশি। পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় যখন রাজনৈতিক দল সমূহ, সরকার এবং রাষ্ট্র প্রতক্ষ্য ও পরোক্ষভাবে এসব হামলা ও নির্যাতনে মদদ দেয়। এটি অত্যন্ত লজ্জাজনক, কারণ সাম্প্রদায়িক ও জাতিগত বৈষম্যের বিরোধিতার উপর ভিত্তি করে বাংলাদেশের জন্ম। আমাদের দেশ এখন নিজের জন্ম গৌরব অস্বীকার করছে। আমরা এই লজ্জাটুকু স্বীকার করছি এবং আপনিও যেন লজ্জিত হোন সেজন্য সংখ্যাগরিষ্ঠতার অহমিকাগুলো লিখে রাখছি।
টাইমলাইন প্রস্তুত করেছেন - আঁধারের যাত্রী, মহিউদ্দিন শরীফ
>> সাম্প্রতিক থেকে পুরোনো <<